Skip to main content

Posts

ইংরেজি শিখার কিছু অসাধারণ টিপস? কিন্তু কী? সেই টিপস?

Recent posts

মেঘলা আকাশ

  আজকে খুব ভাল লাগছে আমার।কারন আমি জীবনেওট্রেনে ভ্রমন করিনি আজ করব।আমাদের বাসা কুমিল্লা আর ট্রেনে করে বেড়াতে যাবো আমার খালার বাসায়উনার বাসা সিলেট।উনার বাসায় আরো অনেক বারই যাওয়া হইছে বাসে করে কিন্তু ট্রেনে করে এই প্রথম যাওয়া।আবার সিলেট শহর টা অনেক সুন্দর একটা শহর। অনেক দিন পরে খালার বাসায় যাচ্ছি তাই আজকে মনের মধ্যে অজানা এক উৎফুল্ল ও ভাললাগা কাজ করছে। . কুমিল্লা ট্রেন স্টেশনে গিয়ে একটা টিকেট কেটে বসে আছি। দশমিনিট পরে ট্রেন আসবে।দেখতে দেখতে ট্রেন এসে গেল।আমি আমার ব্যাগ টা নিয়ে ট্রেনের মধ্যে আমার সিট খুঁজে বসে পড়লাম।আমার ভাগ্য মনে হয় ভালই ছিল। আমি যে ট্রেনে জানালার পাশে সিট পেয়েছি।একটু পরে একটা মেয়ে এসে পাশে বসল।মেয়েটা অনেক সুন্দরি ছিল। . ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনের গতির সাথে সাথে গাছ-পালা গুলোও দুরে চলে যাচ্ছে।মাঝে মাঝে রেললাইনের পাশের বাড়ির সামনে ছোট ছোট বাচ্চাদের হৈ চৈ দেখতে পেলাম হয়ত ট্রেন দেখে ওরাও আনন্দ পাচ্ছে।এই সব আনন্দঘন দৃশ্য গুলো দেখে অজান্তেই মনের মধ্যে অন্যরকম শিহরন বয়ে যেতে লাগল। . --এই ছেলে একটা কথা ছিল। --হুম বলেন। --কিছু মনে করবের না তো। --না বলেন। --আমাকে এই জানালার পা...

সব অপরাধের দায় ছাত্রলীগের কেন?

  দেশে এখন চলছে ধর্ষণবিরোধী আন্দোলন । দেশের সব জায়গায় ধর্ষনের মামলা হচ্চে কিন্তু সেই মামলার ফয়সালা হচ্চে না । দেশের প্রায় ধর্ষন মামলায় দায়ী করছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলিগকে । কিন্তু কেন?  আসলে একটা সময় ছিলো, অপরাধীরা অপরাধ করে মোল্লা সাজতো এখন আমি বলবো ছাত্রলীগ অপরাধ করেনা কিন্তু অপরাধী ছাত্রলীগ সাজে । কেন জানেন?  কারণ ক্ষমতা । ধর্ষনকারী তার অপরাধ ঢাকতে এলাকায় ক্ষমতার দাপট দেখায়, বলে আমি অমুকের ভাই, অমুকের সাথে আমার ভালো সম্পর্ক আছে । আপনি একটু চিন্তা করেন, আপনার এলাকায় যদি সবচেয়ে ভদ্র, নম্র, আদর্শবান ছেলেকে খোঁজ নিয়ে দেখেন, দেখবেন হয় সে জামাত-শিবিরের কোন কর্মী না হয় সে জামাত-শিবিরকে সাপোর্ট করে । ঠিক বিপরীত দিকে তাকান এলাকায় সবচেয়ে খারাপ, বেয়াদব, অসভ্য ছেলেকে দেখুন হয় সে ছাত্রলীগ করে আর না হয় সে ছাত্রলীগকে সাপোর্ট করে । আমার একথায় হয়তো কেউ কেউ আমাকে জামাত-শিবিরের দালাল মনে করবে কিন্তু আমি কোন রাজনৈতীক দলের সাথে আমার কোন সম্পর্ক নেই । আমি কিন্তু একটা বাস্তব কথাই বললাম । ছাত্রলীগে যখন কর্মী নেওয়া হয় তখন যদি ঐ ভালো, আদর্শবান, নীতিবান, দায়িত্ববান ছেলেকে বাছাই করে নেওয়া ...

বাংলা বানান শুদ্ধিকরণ অভিযান

  "বাংলা বানান শুদ্ধিকরণ অভিযান"  আমরা সামাজিক যোগাযোগ মাধ্যেম দেখি অনেক বন্ধু-বান্ধব আছে যারা পোস্ট করে কিন্তু তাদের পোস্টগুলো পড়তে আমাদের অসুবিধা হয় । তারা বাংলা ভাষাকে বিকৃত করে ফেলে এতে করে আমাদের পড়তে এবং বুঝতে অসুবিধা হয় । রাস্তা-ঘাটে যেখানে সেখানে অনেক মানুষ বাংলাকে ভূল লিখে । যদি ইংরেজি লিখতে গিয়ে ভূল করে সেটা আমি বলবো দোষের কিছু না কিন্তু আমাদের ভাষা বাংলা সেই বাংলা ভাষা যদি লিখতে গিয়ে ভূল লিখে সেটার জন্য দায়ীতো আমরাই । তাই আমি আপনি যেখানে ভূল দেখবো সেখানে আমরা ভূলটা দেখিয়ে দিবো তারই লক্ষে আমরা ঠিক করেছি, আমরা কিছু সদস্য নিয়ে আমরাই মানুষের ভূল দেখা মাত্রই এটার সঠিক বানানটি ঠিক করে দিবো মনে করুন, আপনি একটা পোস্ট দেখলেন, সেখানে কিছু বানান ভূল রয়েছে । তাহলে আপনি সেই পোস্টের কমেন্টে অথবা তার ইনবক্সে গিয়ে বুঝিয়ে দিবেন আপনি যদি আমাদের সদস্য হয়ে কাজ করতে চান তবে নিচের লিংকে ফরম দেওয়া আছে এটা পূরণ করে আসুন   ধন্যবাদ আপনি আমাদের অভিযানের সদস্য হয়ে কাজ করতে চান । তবে নিচের সদস্য ফরম লিংকে ক্লিক করুন সদস্য ফরম

গুজব প্রতিরোধে দুর্বারের ভূমিকা কতটুকু? আসলে "দুর্বার"পারবে কী গুজব প্রতিরোধ করতে ?

  "গুজব" শব্দটি আমাদের দেশে এখন খুব পরিচিত একটি শব্দ । গুজবের কারণে সমাজে অনেক বিশৃঙ্খল সৃষ্টি হচ্চে, সৃষ্টি হচ্চে অনেক মারামারি, এখন এই জিনিসটা আমাদের কাছে একটা মহামারি হয়ে গেছে । কিন্তু গুজব প্রতিরোধের জন্য নেই কোন সংস্থা, নেই কোন সংগঠন তারেই লক্ষে এক ঝাঁক তরুন-তরুনীরা একটা প্লাটফর্ম তৈরী করছে যার নাম "দুর্বার" । দুর্বার মানুষকে দিচ্চে সঠিক দিক নির্দেশনা এবং কোনটি গুজব আর কোনটি সত্যি । আসলে আপনি ও পারেন এই কাজে অংশ গ্রহণ করে মানুষকে বুঝিয়ে দিতে ।  কিন্তু প্রশ্ন হচ্চে কিভাবে করবে এই কাজ দুর্বার?  উত্তর একেবারে সোজা!  বাংলাদেশের সকল স্টুডেন্টরাই পারবে এই কাজটি সহজে করতে । মনে করুন,  আপনার এলাকায় একটি গুজব সৃষ্টি হয়েছে,  ধরুন মানুষের মাথা লাগবে, অথবা রং চা খেলে কোরোনা ধরবে না এমন কিছু । তখন আপনি এই কোথাটি দুর্বার গ্রুফে জানিয়ে দিবেন । এরপর জানতে চাইবেন এই কথাটি সত্যিই কীনা?  যদি সবাই এই কথার সাথে একমত হোন তাহলে এটি সত্যিই বলে বিবেচিত হবে আর তাছাড়া দুর্বার গ্রুফে সকল সদস্যগণ এক একটা শিক্ষিত যুবক-যুবতী । এখানে অনেক সদস্য শিক্ষক, সাংবাদিক, রাজনৈতীক বৃক্তিব...

The favorite person of the youth is Mahbub Rasool Bhai - Md. Rifat Hossain

  Mahbubur Rasool is one of my favorite name. Although I am not related to any political party, I like the ideals of Bangladesh Islami Chhatra Shibir. The way they call to Islam is satisfying to me. The way Rifat Bhai, Mazhar Bhai is inviting me to their team, he has no idea. My relationship with Mahbubur Rasool Bhai is not so much only for a few days. I liked the way he called people to Islam, which is why I would go to him if I saw him and got all my work. One day he came to our hostel, when all the students were having fun with him, he told us about his madrasa life, funny stories of college life. You have made us laugh a lot by listening to Ghazal and jokes. Then advised to go to picnic with them. Actually he is a funny and ideal student I love him. I went to college on 17, how did it look to me after finishing college. I felt like I am losing what but I don't understand what I have lost. Later I was sitting on the bus for some time and using Facebook, I saw that Mahbub Bhai is...

ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব কে দিতে পারে? চীন?

  ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব কে দিতে পারে? চীন? বর্তমান বিশ্বকে কী আদৌ যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে? স্পষ্ট করে বললে বলা উচিত যুক্তরাষ্ট্র বিশ্বকে শোষণ করছে। সোভিয়েত ইউনিয়নের পতনে স্নায়ুযুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের পর, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশগুলোকে একে একে ধরাশায়ী করতে থাকে। একটু উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধে সোভিয়েত পন্থী ইরাকের হার যেখানে এমেরিকা প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে উভয়পক্ষকে সাহায্য করেছে। ১৯৯৯ সালে সার্বিয়ার বিপক্ষে কথিত সন্ত্রাসবাদের অভিযোগ এনে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের বোম্বিং, উল্লেখ্য এই সার্বিয়া রাশিয়ার অতি ঘনিষ্ঠ মিত্র আসলে। এরপরই সেখানে যুক্তরাষ্ট্র তাদের ইউরোপের সবচেয়ে বড় সামরিক ঘাটি ক্যাম্প বন্ডস্টিল স্থাপন করে। তারপর ২০০১ সালে সাদ্দামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ইরাকে বর্বর হামলা চালায়, লিবিয়ায় গাদ্দাফিকেও ঠিক ওই ক্যামিকেল অস্ত্রের মজুদ আছে অজুহাত দিয়্র উচ্ছেদ করল। বর্তমানে সিরিয়ায় ও ইরাকে এমেরিকার যে অবস্থান এটা সম্পূর্ন অবৈধ যেখানে ইরানের ইরাকে ও রাশিয়ার সিরিয়ায় অবস্থান বৈধ ক...