দেশে এখন চলছে ধর্ষণবিরোধী আন্দোলন । দেশের সব জায়গায় ধর্ষনের মামলা হচ্চে কিন্তু সেই মামলার ফয়সালা হচ্চে না । দেশের প্রায় ধর্ষন মামলায় দায়ী করছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলিগকে । কিন্তু কেন? আসলে একটা সময় ছিলো, অপরাধীরা অপরাধ করে মোল্লা সাজতো এখন আমি বলবো ছাত্রলীগ অপরাধ করেনা কিন্তু অপরাধী ছাত্রলীগ সাজে । কেন জানেন? কারণ ক্ষমতা । ধর্ষনকারী তার অপরাধ ঢাকতে এলাকায় ক্ষমতার দাপট দেখায়, বলে আমি অমুকের ভাই, অমুকের সাথে আমার ভালো সম্পর্ক আছে । আপনি একটু চিন্তা করেন, আপনার এলাকায় যদি সবচেয়ে ভদ্র, নম্র, আদর্শবান ছেলেকে খোঁজ নিয়ে দেখেন, দেখবেন হয় সে জামাত-শিবিরের কোন কর্মী না হয় সে জামাত-শিবিরকে সাপোর্ট করে । ঠিক বিপরীত দিকে তাকান এলাকায় সবচেয়ে খারাপ, বেয়াদব, অসভ্য ছেলেকে দেখুন হয় সে ছাত্রলীগ করে আর না হয় সে ছাত্রলীগকে সাপোর্ট করে । আমার একথায় হয়তো কেউ কেউ আমাকে জামাত-শিবিরের দালাল মনে করবে কিন্তু আমি কোন রাজনৈতীক দলের সাথে আমার কোন সম্পর্ক নেই । আমি কিন্তু একটা বাস্তব কথাই বললাম । ছাত্রলীগে যখন কর্মী নেওয়া হয় তখন যদি ঐ ভালো, আদর্শবান, নীতিবান, দায়িত্ববান ছেলেকে বাছাই করে নেওয়া হয় তাহলে দেখবেন ছাত্রলীগকে সবাই ভালোর চোখেই দেখবে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কারণে এই ছাত্রলীগকে প্রতিষ্ঠা করছে, যে লক্ষে নির্মান করেছে এই বিশাল সংগঠনকে সেই লক্ষ্য যদি পূরণ করতে পারে তাহলে সার্থক হবে বঙ্গবন্ধুর স্বপ্ন । শিবির যেভাবে তাদের কর্মী বাছাই করে নিয়ে নেয় তাদের সংগঠন অনেকটা মজবুত, এবং আদর্শ সংগঠন । মনে রাখবেন, "অতিক্ষমতা দেখানো কিন্তু পতনেরই লক্ষণ"
দেশের প্রায় হত্যা, ধর্ষণ মামলায় ছাত্রলীগকে দায়ী করছে সাধারণ মানুষ । দায়ীতো করবেই আপনার এলাকায় যত কুকর্ম, মারামারি, চুরি ডাকাতিতে আপনি সর্বপ্রথম কাকে দায়ী করেন, যে আপনার এলাকায় সবচেয়ে দুষ্টু তাকেই তো তাই না । ঠিক তেমনিভাবে দেশে যত খারাপ কাজ হচ্চে সবাই ছাত্রলীগকেই দায়ী করছে, কারণ সবাই জানে ছাত্রলীগ খারাপ । তাই আমি বলবো ছাত্রলীগে শুদ্ধি অভিযান চালানো হোক । ছাত্রলীগে কর্মী বাচাই করে নেওয়া হোক । ধর্ষনকারীর কোন দল নেই, তাই বলছি ধর্ষনকারীকে নিজের লোক না বলে তাকে দল থেকে সাথে সাথে বহিষ্কার করেন, দলকে শুদ্ধ করুন, দলে কোন চ্যাচড়া ছেলে রাখবেন না দেখবেন একটি পরিপূর্ণ একটি আদর্শ সংগঠন তৈরী করুন । হ্যা একটু সময় লাগবে কষ্ট হবে সমস্যা নেই। মনে রাখবেন, ডাস্টবিনে আবর্জনা বেশি হলে পরিষ্কার করতে দুর্গন্ধ, সময় এবং কষ্ট বেশিই লাগে। আমার কথায় আপনার খারাপ বা আমার ভূল হতে পারে কিন্তু আমি আমার বিবেক থেকেই বলছি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত ।
Comments
Post a Comment