"গুজব" শব্দটি আমাদের দেশে এখন খুব পরিচিত একটি শব্দ । গুজবের কারণে সমাজে অনেক বিশৃঙ্খল সৃষ্টি হচ্চে, সৃষ্টি হচ্চে অনেক মারামারি, এখন এই জিনিসটা আমাদের কাছে একটা মহামারি হয়ে গেছে । কিন্তু গুজব প্রতিরোধের জন্য নেই কোন সংস্থা, নেই কোন সংগঠন তারেই লক্ষে এক ঝাঁক তরুন-তরুনীরা একটা প্লাটফর্ম তৈরী করছে যার নাম "দুর্বার" । দুর্বার মানুষকে দিচ্চে সঠিক দিক নির্দেশনা এবং কোনটি গুজব আর কোনটি সত্যি । আসলে আপনি ও পারেন এই কাজে অংশ গ্রহণ করে মানুষকে বুঝিয়ে দিতে ।
কিন্তু প্রশ্ন হচ্চে কিভাবে করবে এই কাজ দুর্বার? উত্তর একেবারে সোজা! বাংলাদেশের সকল স্টুডেন্টরাই পারবে এই কাজটি সহজে করতে । মনে করুন, আপনার এলাকায় একটি গুজব সৃষ্টি হয়েছে, ধরুন মানুষের মাথা লাগবে, অথবা রং চা খেলে কোরোনা ধরবে না এমন কিছু । তখন আপনি এই কোথাটি দুর্বার গ্রুফে জানিয়ে দিবেন । এরপর জানতে চাইবেন এই কথাটি সত্যিই কীনা? যদি সবাই এই কথার সাথে একমত হোন তাহলে এটি সত্যিই বলে বিবেচিত হবে আর তাছাড়া দুর্বার গ্রুফে সকল সদস্যগণ এক একটা শিক্ষিত যুবক-যুবতী । এখানে অনেক সদস্য শিক্ষক, সাংবাদিক, রাজনৈতীক বৃক্তিবর্গ, রাষ্ট্রের গুণীলোক জন এই গ্রুফেরই সদস্য । তাহলে তারা আপনাকে জানিয়ে দিবে সঠিক দিক নির্দেশনা । আপনি কীভাবে কী করতে হবে তারা বুঝিয়ে দিবে আর আপনি সেই ভাবে কাজ করলে খুব সহজে গুজব প্রতিরোধ করতে পারছেন । আপনি যদি সত্যিই সমাজ, রাষ্ট্রের কল্যাণ চান তাহলে অবশ্যই আপনি প্রস্তুত গুজব প্রতিরোধ করতে!
Comments
Post a Comment