ঘরে বসে ইংরেজি শিক্ষা করার অনেক টিপস আপনি ইউটিউব, ফেইসবুক অর্থাৎ অনলাইন জগতে আপনি অনেক দেখেছেন । কিন্তু আপনি কোন একটি টিপস কাজে লাগিয়েছেন? না! আপনি লাগান নাই! যদি লাগাতেন অবশ্যই আপনার একটু হলেও দক্ষতা বাড়তো । তাই বলছি যতোই ইউটিউব ফেইসবুকে টিপস দেখুন না কেন? সেগুলোকে কাজে লাগাতে না পারলে আপনার শুধু শুধু সময় এবং চোখের দৃষ্টি নষ্ট করছেন । তাই আমি আপনাদের জন্য আমার নিজস্ব মতামত অর্থাৎ যেটা আমি নিজে প্রয়োগ করে নিজের একটু হলেও ইংরেজীতে দক্ষতা বাড়াতে পারছি সেগুলো তুলে ধরছি ।
১. দৈনিক ১০টি করে হলেও শব্দার্থ মুখস্ত করুন । এবং সেগুলোকে প্রথমে মনে মনে নিজের কথা বলার সময় ইউস করুন পরে প্রকাশ্যে ইউস করুন
২. চেষ্টা করবেন ইংলিশ রোমান্টিক মুভি দেখতে তবে মনে রাখবেন কোন হিট মুভি যেটাকে সোজা বাংলায় বলে মাইর-ফিটের ছবি ঐগুলো দেখবেন না, কারণ ঐসব মুভির কথাগুলো তেমন একটা বুঝা যায় না । যদি আপনি ভালো ইংরেজি বুঝেন তবে দেখতে পারেন প্রবলেম নেই ।
৩. সব সময় ইংলিশ ইভেন্ট দেখার জন্য চেষ্টা করবেন, খেলার ইভেন্ট, গানের ইভেন্ট, প্রতিযোগিতার ইভেন্ট যেগুলো উপস্থাপন করা হয় ইংরেজি ভাষায় সেই গুলো
৪. ব্যক্তিগত সব বন্ধুদের সাথে আপনি চাইলেই ইংরেজিতে চ্যাট করতে পারবেন না কারণ কিছু বন্ধু আপনার সাথে এই বিষয়ে একটু হলেও মজা নেবে, তাই এমন বন্ধু খোজ করুন যারা ইংরেজিতে চ্যাট করতে আগ্রহী । তাদের সাথে সব সময় চেষ্টা করবেন ইংরেজিতে চ্যাট করার জন্য ।
৫. BuddyTalk
এই এ্যাপসটি ডাউনলোড করুন । এটা আপনাকে এমন বন্ধুদের সাথে যোগাযোগ করিয়ে দিবে যারা শুধুমাত্র নিজের ইংলিশে দক্ষতা বাড়ানোর চেষ্টা করে । এই এ্যাপসটির মাধ্যমে ইংলিশে অপরিচিত বন্ধুদের সাথে কথা বলতে পারবেন মন খুলে ।
৬ . বাংলাদেশের সকল নিউজ পোর্টালের এখন নিজস্ব ইংলিশ বার্সন রয়েছে । সব সময় চেষ্টা করুন ঐ ইংলিশ বার্সনের নিউজগুলো পড়তে যদি না বুঝেন পরে বাংলা বার্সন পড়তে পারেন
৭. অনলাইনের এই যুগে আপনি চাইলেই যেকোন ভাষা শিখতে পারেন খুব সময়ে কিন্তু সেগুলো চর্চা যত কম হবে ততই কম সময়ে ভূলে যাবেন । মনে রাখবেন যে জিনিস যত তাড়াতাড়ি পাওয়া যায়, ঐ জিনিস তত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ।
Comments
Post a Comment