বর্তমানে পৃথিবীর সবচেয়ে নির্যাতীত, নিঃপীড়িত ধর্ম ইসলাম । ফিলিস্তিন, সিরিয়া, মায়ানমার, কাস্মির সহ পৃথিবীর সকল জায়গায় ইসলাম ধর্মের মানুষরা নির্যাতিত হচ্চে । কিন্তু এতো কিছুর হওয়ার পরে ইসলাম ধর্ম আদর্শ ধর্ম হিসেবে পরিগণিত হচ্চে । ইউরোপ, আমেরিকা, ফ্রান্সসহ উন্নত দেশ গুলোতে সবচেয়ে বেশি ইসলাম ধর্মে ধর্মান্বিত হচ্চে এবং প্রমানিত হচ্চে ইসলামের সকল আইন - কানুন মানবজাতির জন্য সবচেয়ে বেশি কার্যকরী ।
আসুন জেনে নিই কী এমন কারেক্টার গুণ রয়েছে ইসলাম ধর্মে
১. প্রভূর ধর্ম :
ইসলাম ধর্ম মহান আল্লাহ প্রদত্ত দেওয়া ধর্ম । পৃথিবীতে অনেক ধর্ম আছে যে গুলো মানুষের দ্বারা গড়া, তাদের ধর্ম গ্রন্থ গুলো মানুষের গড়া । মানুষের নিজের মত করে নিজে গড়া । কিন্তু ইসলাম ধর্ম স্বয়ং সৃষ্টিকর্তা দ্বারা তৈরী এবং এ ধর্মের ধর্মগ্রন্থ পবিত্র আল কুরআন সৃষ্টিকর্তা দ্বারা তৈরী । এ ধর্মের সকল বিধান, আইন, কানুন সব কিছু আল্লাহর তৈরী সংবিধান কুরআনের মাধ্যমে হয়ে থাকে । এ ধর্মের মূল বাক্য আল্লাহ বা সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয় নেই এবং সৃষ্টি যার আইন চলবে তাঁর ।
২. মানবতার ধর্ম :
মানুষকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দেয় । কথায় আছে, সবার উপরে মানুষ সত্য তাঁহার উপরে নাই । ইসলাম কাউকে কোন কিছুতে জোর পর্বক কিছু করে না, ইসলাম কাউকে জোর করে ধর্মান্বিত করে না । সকল মাখলুকাতের মধ্যে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি
৩. শামিল করা :
ইসলামের ধর্মীয়গ্রন্থ আল-কুরআনে পৃথিবীর সকল কিছু ব্যাখা রয়েছে । বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত কোথায় কী কাজ করতে, কীভাবে করতে হবে সকল কিছুর ব্যাখা ঐখানে রয়েছে । সাইকোলজি, মেডিসিন, সায়েন্স, বায়োলোজি, জুলোজি ইত্যাদি ইত্যাদি সকল কিছু এখানে রয়েছে ।
৪. মানবজাতির ধর্ম :
ইসলাম হচ্চে ইউনিভার্সেল রিলেজিয়ন । অর্থাৎ এটা সবার ধর্ম । এটা শুধু মুসলমানের জন্য নয় বরং সমগ্র মানবজাতির । ইসলামের যেসকল আইন -কানুন আছে সব কিছুই সকল মানবের জন্য । যে কেউ ইসলামে প্রবেশ করতে পারবে কারো জন্য এটা নিষেধ নেই ।
৫. সহজ পন্থির ধর্ম :
ইসলামের সকল আইন কানুন, বিধি-বিধান সব কিছুই সহজ । মহান আল্লাহ সাধ্যের বাহিরে কারো উপরে কোন নিয়ম চাপিয়ে দেয় না ।
আল্লাহ রাসূল (স:) নিজেই নির্দেশ দিয়ে গেছেন তোমরা কোন কাজ কঠিন করো না বরং সহজ করো ।
৬. স্বভাব-সূলভ ধর্ম :
ইসলাম হচ্চে পরিবেশ বান্ধব ধর্ম । আল্লাহ নিজের স্বভাব-সূলভে এ ধর্মকে তৈরী করছেন । ইসলামের এমন কোন বিধান নেই যা মানুষের মধ্যে খারাপ বা ঘৃণা ছড়ায় । আপনি এ ধর্মের কোন বিধান দেখাতে পারবেন না যে এ বিধান আপনার রুচিতে নেয় না । এ ধর্ম হচ্চে রুচিশীল ধর্ম ।
৭. শান্তির ধর্ম :
ইসলাম কোন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কে পছন্দ করে না । ইসলাম চায় শান্তি, সৃঙ্খলা, নিয়মানুবর্তীতা । ইসলাম কোন ফিতনাবাজ, অসৃঙ্খলকারীকে পছন্দ করে না ।
৮. মধ্যমপন্থার ধর্ম :
ইসলাম মধ্যমপন্থাকে অবলম্বন করে । ইসলাম কট্টরপন্থা কে পছন্দ করে না আবার শিথিল পন্থিকে ও পছন্দ করে না ।
৯. রক্তবর্ন বাদহীন ধর্ম :
ইসলামে কোন বেদাবেদ নেই সকল মানুষের জন্য সমান আইন । সেই যেই হোক পীর, আলেম, অফিসার, বেরিষ্টার সবার জন্য সমান আইন । প্রত্যেক মানুষকে প্রেরনার বানী প্রচার করতে হবে যে যতটুকু জানি সে ততটুকু প্রচার করতে হবে ।
ইসলাম নিয়ে আরো কিছু জানতে চাইলে ইউটিউব বা ইন্টারনেটে ড.জাকির নায়েক, মাও:মিজানুর আজহারী, মাও: দেলোওয়ার হোসেন সাঈদী, মাও:হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা) হুজুরদের ভিডিও দেখতে পারেন
লেখাগুলো যদি আপনার ভালো লাগে প্লিজ শেয়ার করবেন আর যদি কোন কিছুর বলা থাকে ক মেন্ট করে জানিয়ে দিবেন... ধন্যবাদ
Comments
Post a Comment