আয়তন : ২২৬.১৯ বর্গ কিঃমিঃ
জনসংখ্যা : ৫,১২,৬৪৬
সাক্ষরতার হার : ৬২.৮০%
অবস্থান :
সদর উপজেলাটি ফেনী ট্রাংক রোড হতে ৩.০০ কিঃমিঃ পূর্বে অবস্থিত। এ উপজেলার উত্তর-পূর্বে ফুলগাজী উপজেলা ও ছাগলনাইয়া উপজেলা , পূর্বে
মুহুরী নদী ও ছাগলনাইয়া উপজেলা, দক্ষিণ-পূর্বে ফেনী নদী ও চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা , দক্ষিণ-পশ্চিমে সোনাগাজী উপজেলা , পশ্চিমে
দাগনভূঁইয়া উপজেলা এবং উত্তরে
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা ও
ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত। বাংলাদেশের লাইফ-লাইন নামে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি মাত্র ১৯৭.৩৩ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার মধ্য দিয়ে যাওয়ায় দেশের অর্থনীতিতে এই উপজেলার গুরত্ব অনেক।
প্রসাসনীক এলাকা :
ফেনী সদর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন।
পৌরসভা : ফেনী
ইউনিয়নসমূহ:
১নং শর্শদি
২নং পাঁচগাছিয়া
৩নং বরাহীপুর (বরাহীপুর ইউনিয়নের সম্পূর্ণ অংশ ফেনী পৌরসভার আওতাধীন হওয়ায় ইউনিয়ন পরিষদ কার্যক্রম বর্তমানে বিলুপ্ত)
৪নং ধর্মপুর
৫নং কাজিরবাগ
৬নং কালিদহ
৭নং বালিগাঁও
৮নং ধলিয়া
৯নং লেমুয়া
১০নং ছনুয়া
১১নং মোটবী
১২নং ফাজিলপুর
১৩নং ফরহাদনগর
শিক্ষা :
সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৫১ টি
জুনিয়র উচ্চ বিদ্যালয় ০১ টি
উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা) ৫১ টি
উচ্চ বিদ্যালয় (বালিকা) ০৬ টি
দাখিল মাদ্রাসা ১৫ টি
আলিম মাদ্রাসা ০৩ টি
ফাজিল মাদ্রাসা ০৩ টি
কামিল মাদ্রাসা ০২ টি
কলেজ (সহপাঠ) ০৫ টি
কলেজ (বালিকা) ০২ টি
স্বাস্থ :
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১ টি
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ০৮ টি
উপস্বাস্থ্য কেন্দ্র ০৪ টি
পরিবার কল্যাণ কেন্দ্র ১টি
কমিউনিটি ক্লিনিক : ৩৮টি
বিবিধ বিবিরণ :
গ্রাম ১২৫ টি
মৌজা ১৩৩ টি
মসজিদ ৮৬৭ টি
মন্দির ১০৬টি
নদ-নদী ৩ টি
হাট-বাজার ৩৩ টি
ব্যাংকশাখা ৩৫
টেলিফোন এক্সচেঞ্জ ১ টি
ক্ষুদ্র কুটির শিল্প ৩৩০ টি
বৃহৎ শিল্প ২২ টি
দর্শনীয় স্থান :
ফেনী রাজাঝির দীঘি
বিজয়সিংহ দীঘি
শের শাহের আমলে নির্মিত গ্র্যান্ড ট্রাংক রোড
ফেনী বিমানবন্দর
তৃপ্তি এগ্রো পার্ক
কাজিরবাগ ইকো পার্ক
কৃতি ব্যক্তিত্ব :
শহীদ বুদ্ধজীবী শহীদুল্লাহ কায়সার
জহির রায়হান
শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীন
সংসদীয় আসন :
আসন : ফেনী-০২
এমপি : নিজাম হাজারী
দল : বাংলাদেশ আওয়ামিলীগ
তথ্যসংগ্রহে : মোঃ রিফাত হোসেন
............................................. তথ্যসূত্র : উইকিপিডিয়া এবং বাংলাদেশ তথ্য বাতায়ন
ফুলগাজির তথ্য
Comments
Post a Comment