আমরা যারা ছাত্র তাদের মধ্যে অনেকে আছে যে কিনা গণিতে একেবারে দুর্বল । তাই আমরা এই গণিত পরিক্ষা আসলে আমাদের মধ্যে কেমন ভয় ভয় অনুভব হয়। কিন্তু গণিত কি আধৌ কোন কঠিন বিষয়, আমি বলবো তা একেবারে সহজ। আপনি হয়তো ভাবছেন এই ভাই আবার কি বলে। হ্যা আমি ঠিকই বলছি। আপনি যদি কিছু নিয়ম কানুন মেনে চলেন হয়তোবা আপনি এ বিষয়ে একেবারে পাকা হয়ে যাবেন নিচে তা আমি আলোচনা করলাম
১. সর্বপ্রথমে আপনি একটি অধ্যায় নির্ধারণ করে পেলবেন যে আমি এ অধ্যায়ের সব অংক করে পেলবো এ মানসিকতা থাকতে হবে
১. সর্বপ্রথমে আপনি একটি অধ্যায় নির্ধারণ করে পেলবেন যে আমি এ অধ্যায়ের সব অংক করে পেলবো এ মানসিকতা থাকতে হবে
২. যে অধ্যায় ধরবেন সে অধ্যায়ের সকল নিয়ম-কানুন (সূত্র) গুলো খাতায় লিখে রাখুন এবং এগুলো মুখস্ত করে ফেলুন
অধ্যায়ের যতো উদাহরণ দেখবেন সব উদাহরণ বুঝে নিন এবং নিজে নিজে প্যাকটিস করুন
অধ্যায়ের যতো উদাহরণ দেখবেন সব উদাহরণ বুঝে নিন এবং নিজে নিজে প্যাকটিস করুন
৩. যদি মনে হয় আপনি অনেকটা ধারণা পেয়ে গেছেন তাহলে অনুশীলন গুলো নিজে নিজে করুন
৪. ক্লাস/প্রাইভেট/কোচিং যেখানে অংক করেন সবসময় চেস্টা করবেন তা বুঝে নিতে তাহলে আপনার অনেকটা সহজ হয়ে যাবে
৫. গাইড কিংবা নোট বুক থেকে সৃজনশীল একটা খাতায় লিখে তারপর নিজে নিজে করতে চেস্টা করুন
৬.লেকচার কিংবা পাঞ্জেরি কোম্পানির ""গণিতের মেইড ইজি"" নামের বই আছে এটি সংগ্রহ করে এর দেওয়া প্রশ্নগুলো আয়ত্ত করতে পারলে গণিতের উপর ভালো মার্কস আসা করা যায় ।
৬.লেকচার কিংবা পাঞ্জেরি কোম্পানির ""গণিতের মেইড ইজি"" নামের বই আছে এটি সংগ্রহ করে এর দেওয়া প্রশ্নগুলো আয়ত্ত করতে পারলে গণিতের উপর ভালো মার্কস আসা করা যায় ।
৭. সব সময় গণিতের উপর চর্চা যেন থাকে সে বিষয়ের উপর খেয়াল রাখতে হবে
৮. ক্লাসে চেস্টা করবেন অন্যন্য স্টুডেন্টদের আগে অংকটা করে পেলতে অর্থাৎ আপনার মধ্যে একটা প্রতিযোগিতা বোধ থাকতে হবে
৯. আর মনে মনে সব সময় এ চিন্তা মাথায় রাখবেন যে আমি অংকটা পারবো তাহলে অনেক সহজ হয়ে যাবে
উপরের নিয়মগুলো যদি সবসময় পালন করতে পারেন তাহলে আমার মনে হয় আপনি আর গণিতে দুর্বল থাকতে পারবেন না । (ইনশা- আল্লাহ)
... লেখক : মোঃ রিফাত হোসেন (সাগর)
.....মহিপাল সরকারি কলেজ, ফেনী
... লেখক : মোঃ রিফাত হোসেন (সাগর)
.....মহিপাল সরকারি কলেজ, ফেনী
Comments
Post a Comment