Skip to main content

Posts

Showing posts from October, 2020

মেঘলা আকাশ

  আজকে খুব ভাল লাগছে আমার।কারন আমি জীবনেওট্রেনে ভ্রমন করিনি আজ করব।আমাদের বাসা কুমিল্লা আর ট্রেনে করে বেড়াতে যাবো আমার খালার বাসায়উনার বাসা সিলেট।উনার বাসায় আরো অনেক বারই যাওয়া হইছে বাসে করে কিন্তু ট্রেনে করে এই প্রথম যাওয়া।আবার সিলেট শহর টা অনেক সুন্দর একটা শহর। অনেক দিন পরে খালার বাসায় যাচ্ছি তাই আজকে মনের মধ্যে অজানা এক উৎফুল্ল ও ভাললাগা কাজ করছে। . কুমিল্লা ট্রেন স্টেশনে গিয়ে একটা টিকেট কেটে বসে আছি। দশমিনিট পরে ট্রেন আসবে।দেখতে দেখতে ট্রেন এসে গেল।আমি আমার ব্যাগ টা নিয়ে ট্রেনের মধ্যে আমার সিট খুঁজে বসে পড়লাম।আমার ভাগ্য মনে হয় ভালই ছিল। আমি যে ট্রেনে জানালার পাশে সিট পেয়েছি।একটু পরে একটা মেয়ে এসে পাশে বসল।মেয়েটা অনেক সুন্দরি ছিল। . ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনের গতির সাথে সাথে গাছ-পালা গুলোও দুরে চলে যাচ্ছে।মাঝে মাঝে রেললাইনের পাশের বাড়ির সামনে ছোট ছোট বাচ্চাদের হৈ চৈ দেখতে পেলাম হয়ত ট্রেন দেখে ওরাও আনন্দ পাচ্ছে।এই সব আনন্দঘন দৃশ্য গুলো দেখে অজান্তেই মনের মধ্যে অন্যরকম শিহরন বয়ে যেতে লাগল। . --এই ছেলে একটা কথা ছিল। --হুম বলেন। --কিছু মনে করবের না তো। --না বলেন। --আমাকে এই জানালার পা...

সব অপরাধের দায় ছাত্রলীগের কেন?

  দেশে এখন চলছে ধর্ষণবিরোধী আন্দোলন । দেশের সব জায়গায় ধর্ষনের মামলা হচ্চে কিন্তু সেই মামলার ফয়সালা হচ্চে না । দেশের প্রায় ধর্ষন মামলায় দায়ী করছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলিগকে । কিন্তু কেন?  আসলে একটা সময় ছিলো, অপরাধীরা অপরাধ করে মোল্লা সাজতো এখন আমি বলবো ছাত্রলীগ অপরাধ করেনা কিন্তু অপরাধী ছাত্রলীগ সাজে । কেন জানেন?  কারণ ক্ষমতা । ধর্ষনকারী তার অপরাধ ঢাকতে এলাকায় ক্ষমতার দাপট দেখায়, বলে আমি অমুকের ভাই, অমুকের সাথে আমার ভালো সম্পর্ক আছে । আপনি একটু চিন্তা করেন, আপনার এলাকায় যদি সবচেয়ে ভদ্র, নম্র, আদর্শবান ছেলেকে খোঁজ নিয়ে দেখেন, দেখবেন হয় সে জামাত-শিবিরের কোন কর্মী না হয় সে জামাত-শিবিরকে সাপোর্ট করে । ঠিক বিপরীত দিকে তাকান এলাকায় সবচেয়ে খারাপ, বেয়াদব, অসভ্য ছেলেকে দেখুন হয় সে ছাত্রলীগ করে আর না হয় সে ছাত্রলীগকে সাপোর্ট করে । আমার একথায় হয়তো কেউ কেউ আমাকে জামাত-শিবিরের দালাল মনে করবে কিন্তু আমি কোন রাজনৈতীক দলের সাথে আমার কোন সম্পর্ক নেই । আমি কিন্তু একটা বাস্তব কথাই বললাম । ছাত্রলীগে যখন কর্মী নেওয়া হয় তখন যদি ঐ ভালো, আদর্শবান, নীতিবান, দায়িত্ববান ছেলেকে বাছাই করে নেওয়া ...