"বাংলা বানান শুদ্ধিকরণ অভিযান" আমরা সামাজিক যোগাযোগ মাধ্যেম দেখি অনেক বন্ধু-বান্ধব আছে যারা পোস্ট করে কিন্তু তাদের পোস্টগুলো পড়তে আমাদের অসুবিধা হয় । তারা বাংলা ভাষাকে বিকৃত করে ফেলে এতে করে আমাদের পড়তে এবং বুঝতে অসুবিধা হয় । রাস্তা-ঘাটে যেখানে সেখানে অনেক মানুষ বাংলাকে ভূল লিখে । যদি ইংরেজি লিখতে গিয়ে ভূল করে সেটা আমি বলবো দোষের কিছু না কিন্তু আমাদের ভাষা বাংলা সেই বাংলা ভাষা যদি লিখতে গিয়ে ভূল লিখে সেটার জন্য দায়ীতো আমরাই । তাই আমি আপনি যেখানে ভূল দেখবো সেখানে আমরা ভূলটা দেখিয়ে দিবো তারই লক্ষে আমরা ঠিক করেছি, আমরা কিছু সদস্য নিয়ে আমরাই মানুষের ভূল দেখা মাত্রই এটার সঠিক বানানটি ঠিক করে দিবো মনে করুন, আপনি একটা পোস্ট দেখলেন, সেখানে কিছু বানান ভূল রয়েছে । তাহলে আপনি সেই পোস্টের কমেন্টে অথবা তার ইনবক্সে গিয়ে বুঝিয়ে দিবেন আপনি যদি আমাদের সদস্য হয়ে কাজ করতে চান তবে নিচের লিংকে ফরম দেওয়া আছে এটা পূরণ করে আসুন ধন্যবাদ আপনি আমাদের অভিযানের সদস্য হয়ে কাজ করতে চান । তবে নিচের সদস্য ফরম লিংকে ক্লিক করুন সদস্য ফরম
ভালোবাসার সব ধরণের কন্টেইন নিয়ে আমাদের সাথেই থাকুন